বান্দরবান জেলার ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের পাহাড়ি অঞ্চলের ২৫টি পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কানাপাড়া ভিতরের ডুলুঝিরি পাড়া তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কারবারি উঠানে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশন অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতের কম্বল পৌঁছে দেওয়া হয়েছে।
প্রোগ্রামের সঞ্চালনা করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক শান্তি লাল তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, “প্রতিবারের মতো এবারও আমাদের দূর্গম অঞ্চলে গিয়ে মানুষের সাথে পরিচিত হয়ে, তাদের পাশে দাঁড়িয়ে এক ধরনের ভালো লাগা অনুভব করি। ভবিষ্যতে কর্মজীবনে প্রবেশ করলেও যতদিন বেঁচে থাকবো, ততদিন এই কাজগুলো করে যেতে চাই।”
এছাড়া, অংগজয় তঞ্চঙ্গ্যা, এলাকার কারবারি, ধ্রুবতারা ফাউন্ডেশনকে তাদের কার্যক্রমের জন্য বিশেষভাবে প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
স্থানীয় জনপ্রতিনিধিরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “ধ্রুবতারা ফাউন্ডেশন তাদের সামাজিক দায়িত্ব পালনে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।”
মন্তব্য করুন