উত্তরের জেলা নীলফামারীর জলঢাকায় হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসা শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ফলে প্রতিবছরের মতো এবারও শীতে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢেকে পড়া এ অঞ্চলের নিম্ন আয়ের খেটেখাওয়া অসহায় শীতার্ত মানুষদের মাঝে প্রেসক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে উপজেলার শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,মনিরুজ্জামান লেবু, ছানোয়ার হোসেন বাদশা, মাইদুল হাসান, ফরাদ ইসলাম, এরশাদ আলম,হাফিজুর রহমানসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন