দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুর্নবাসন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুরস্থ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন ও রংপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুর্নবাসন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ হালিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউনিয়ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুর্নবাসন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক ডা. মোঃ মাইনদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউপির সাবেক মেম্বার মোঃ আতাউর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অন্যের বোঝা নয়, বাঁচার মত বাঁতে হবে। নিজে প্রতিষ্ঠিত হতে হবে তাহলে পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকতে হবে না।
মতবিনিময় শেষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক পুর্নবাসন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মন্তব্য করুন