বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাবস্থায় সারা দেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল অফিস বন্ধ করে দেয়া হয়। কিন্তু ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে অফিস পরিচালনার কার্যক্রম শুরু করে দলের নেতাকর্মীরা। দুঃখজনক হলেও সত্য দীর্ঘদিন জামায়াত অফিস বন্ধ থাকার সুযোগ কে কাজে লাগিয়ে দিনাজপুর জেলা জামায়াত ইসলামী কার্যালয়ের প্রধান ফটোকের সামনে বাসা বাড়ীর আবর্জনা স্তুপ করে রাখে। বর্তমানে সেই স্থানটি একটি ডাস্টবিনে রূপ নিয়েছে। অথচ দিনাজপুর পৌরসভা কতৃক সেখানে কোন ডাস্টবিন বা আবর্জনা ফেলার কোন অনুমতি নেই বলে জানা গেছে। অবিলম্বে দিনাজপুর জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের প্রধান ফটোকের সামনে থেকে এই অস্থায়ী ডাস্টবিনটি অপসারণ করার দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
এ বিষয়ে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, অস্থায়ী এই ডাস্টবিনটির কারনে যেমন আমাদের অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ঠিক তেমনি ভাবে দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলায় নাভিশ্বাস উঠছে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের। আমরা আশা করি দিনাজপুর পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অস্থায়ী ডাস্টবিনটি দ্রæত অন্যত্র সড়িয়ে নেয়ার ব্যবস্থা করবেন।
মন্তব্য করুন