সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার উক্ত সভায় সাংবাদিকদের পেশাগত উন্নতি ও কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূ নিয়ে আলোচনা হয়।
সাংবাদিকদের নিরাপত্তা, কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কমর্শালা আয়োজনের সিদ্ধান্ত নেয়া, সাংবাদিকদের অধিকার ও সুবিধা সংক্রান্ত বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি এম হিরু বলেন, আজকের এই সভা আমাদের একতা এবং শক্তির প্রতীক। সাংবাদিক সমাজ একত্রে কাজ করলে আমরা পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে পারব। বিগত আওয়ামী সরকার আমলে সাংবাদিকরা সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন নি। সত্য সংবাদ প্রকাশ করে অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেয়ায় কোন ঠাসা হয়ে পড়েছিল সাংবাদিক সমাজ। বর্তমানে সেই কালো মেঘ কেটে আলোর সন্ধ্যানে সাংবাদিকবৃন্দ। আগামীতে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহÑসাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান, আব্দুস সালাম, সহ সভাপতি সাদাকাত আলী খান, মোঃ কোরবান আলী সহেল, মোঃ আতিউর রহমান, নির্বাহী সদস্য মোঃ নূর ইসলাম নয়ন, কোষাধক্ষ্য বেলাল হোসেন রাজু, মোঃ আবু কাওছার, বেলাল হোসেন জয়, আবেদ আলীসহ ইউনিয়নের সকল নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন