৩২ বছর ধরে অবহেলিত দিনাজপুরের ফুলবাড়ী সরকারী কলেজে অবিলম্বে মাষ্টার কোর্স চালু করতে দিনাজপুর জেলার দক্ষিনাঞ্চলের একমাত্র উচ্চশিক্ষা কেন্দ্র ফুলবাড়ী সরকারী কলেজে মাস্টার কোর্স চালু করতে সর্বস্তরের মানুষের জোর দাবী উঠেছে।
ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক সাবেক এমএনএ নুরুল হুদা চৌধূরীর অক্লান্ত প্রচেষ্টায় এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় কলেজটি পথচলা শুরু হয়। তার মৃত্যুর পর পিতার স্বপ্ন পূরণ করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী ইতিপূর্বে তিনি ৬টি বিষয় অনার্স কোর্স চালু করণ হয়। এরপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বরাবর পর্যায়ক্রমে আবেদন করে যাচ্ছেন যাতে ফুলবাড়ী সরকারী কলেজে মাষ্টার কোর্স অবিলম্বে চালু হয়।
কলেজটি জাতীয় করণের ৩২ বছর পেরিয়ে গেলেও হয়নি তেমন উল্লেখ্যযোগ্য উন্নয়ন। দক্ষিন অঞ্চলের ঘেষা ৬টি উপজেলা একমাত্র কলেজ ফুলবাড়ী সরকারী কলেজ। ইতিমধ্যে ৬টি বিষয় অনার্স কোর্স চালু হলেও এ পর্যন্ত চালু হয়নি মাষ্টার কোর্স। নেই পর্যাপ্ত ক্লাস রুম ও আবাসিক ভবন। ছাত্রী হোস্টেল না থাকায় নিয়মিত ক্লাস করতে পারছে না নারী শিক্ষার্থীরা। এসময় কলেজটি রাজনীতির সুতিকাগার হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে হারাতে বসেছে সেই ঐতিহ্য।
উল্লেখ্য, ১৯৯২ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্যরিষ্টার জমির উদ্দীন কলেজটিকে জাতীয়করণ করেন। স্থানীয় কলেজ ছাত্র নেতারা এই কলেজ থেকেই রাজনীতি হাতেখড়ি চালানোর ফলে এটাকে রাজনৈতিক চর্চার চালিকা শক্তি হিসেবে পরিচিতি লাভ করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন বলেন, এই কলেজের সার্বিক উন্নয়ন কাজের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট বিদ্যানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী। তিনি ইতিমধ্যে মাষ্টার কোর্স চালুর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার পিতা সাবেক এমএনএ মরহুম নুরুল হুদা চৌধুরীর হাত ধরেই এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা।
মন্তব্য করুন