প্রতিবাদী সৈনিক
আব্দুল মোমিন
আমরা প্রতিবাদী সৈনিক
মানি না তো কোন বাধা,
সকল বাধাকে তুচ্ছ করে
জাগাব স্বাধীনতাকামী
মুক্তিযোদ্ধাদের সকল চেতনা।
সন্ত্রাস ও অন্যায় বিরুদ্ধে
আমার রবো সোচ্ছার,
সকল সন্ত্রাসী অপকর্মকান্ডকে
আমারা করব পরাহত।
আমরা তরুণ,আমরা বিদ্রোহী,
আমরা সত্যের আলোয় উদ্দীপিত,
আমাদের কাছে নেইরে কোন বাধা,
সবকিছু আমাদের কাছে তুচ্ছ।
রাখবো না এই বাংলায়-কোন রংবাজ,মাস্তান
মুখোশ খুলে দেব-যারা সাধু বেশী শয়তান।
বদলে দেব সমাজের সব দুর্নীতির রাজনীতি,
আপোসহীন নয়নে,
আমাদের নেই কোন ভয়ভীতি।
আমরা সন্ত্রসীদের যম,অপরাধী হবে খতম,
আমাদের চেতনা জুড়ে রবে সর্বদা এই নিয়ম।
নয়নে আমাদের বিপ্লবের অণল,স্বাধীনতার প্রাণ,
দেশদ্রোহী,অত্যাচারী,নরপিশাচদের
হোমাগ্নিতে জ্বালিয়ে দেব,
আমরা প্রতিবাদী সৈনিক।
বিপ্লবের হোমাগ্নিতে তৈরি আমরা
আমরা বিপ্লবী সন্তান।
সকল অপকর্মকে নির্মূল করে
বাস্তবায়ন করব কল্যাণকর আদর্শ সমাজ।
বিপদের মুখে আমরা অটল
আমরা অনন্ত সাহসী,
অত্যাচারীদের অগ্নীর লেলিহাণ
শিখায় জ্বালিয়ে দেব,
আমরা প্রতিবাদী সৈনিক।
মন্তব্য করুন