নীলফামারীতে শীতার্থ দুঃস্থ ও গরীব বাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ই জানুয়ারি ২০২৫ সকাল ১০ টার সময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদান দ্বারা ২০০জন হিজরা, অনগ্রসর, বয়স্ক ও প্রতিবন্ধীদের শীতার্থ দুঃস্থ ও গরীব বাক্তিদের মাঝে শীতবস্ত্র হিসাবে ল্যাপ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম, নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন অফিসার মো: ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: ফিরোজ সরকার।
মন্তব্য করুন