নীলফামারীতে জমি নিয়ে বিরোধে দুর্বৃত্তের পূর্ব পরিকল্পিত হামলায় মোঃ সাইফুল প্রামানিকের ছেলে সজিব প্রামানিক হাসপাতালে।
অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড়ের সিপাইপাড়ায় মৃত গোলাম মোস্তফা খাঁনের ছেলে মোঃ মোজাহেদ দৌল্লা (৫৮), মোঃ মহসীন আলী (৬০), মোঃ মহসিন আলীর ছেলে মোঃ হানিফ (৪৫), মোঃ মোজাহেদ দৌল্লার ছেলে মোঃ হাছিদুল ইসলাম (৩০), মোঃ হারিস (২৮), মোঃ মহসীন আলীর ছেলে মোঃ আবু সাঈদ (৪৩), মোঃ মহসীন আলীর স্ত্রী মোছাঃ হাসনা (৫০), জমি নিয়ে বিরোধের পূর্ব শত্রুতায় ১ই জানুয়ারি ২০২৫ সকাল অনুমান ৬.৩০ টার সময় মোঃ সাইফুল প্রামানিক বাড়ী হতে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় মোঃ মহসিন আলীর ছেলে মোঃ হানিফ (৪৫) এর হুকুমে সবাই একজোট হয়ে বাড়ীর সামনে হতে টেনে হেচড়ে দুর্বৃত্তের বাড়ীতে নিয়ে গিয়ে এলোপাথারী ডাংমার শুরু করে। এতে চিৎকারে মোঃ সাইফুল প্রামানিকের ছেলে সজিব প্রামানিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবাকে বাচানোর জন্য আসলে দুর্বৃত্তরা ছেলেকে বাঁশের লাঠি দ্বারা এলোপাথারী ডাংমার শুরু করে। তারা ছেলেকে হত্যার উদ্দেশ্যে দুই হাত দ্বারা গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে। ধারালো ছোরা দ্বারা মাথা বরাবর চোট মারে এতে ডান হাত আঘাত প্রাপ্ত হয় ও মাথার ডান পাশে ফুলা জখম হয়। এছাড়াও ভয়ভীতি ও হুমকি প্রদান করে। শারীরিক ভাবে অবস্থার অবনতি হলে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন আছে।
মন্তব্য করুন