২৮শে ডিসেম্বর ২০২৪ সকাল ১১ ঘটিকায় রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে রাণীশংকৈল থানা প্রাঙ্গণ থেকে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের অনুসারী ও নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রীতি র্যালী শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে তাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাণীশংকৈলর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমাবেশে সকলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য দৃঢ় প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আরশেদুল হক, অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা। ৫০০ থেকে ততোধিক বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের ব্যক্তিদের সমন্বয়ে বণ্যার্ঢ্য সম্প্রীতি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন