নীলফামারীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করা হয়েছে।
২৩শে ডিসেম্বর সকাল ১০ টা হতে দিনব্যাপী নীলফামারী সদর উপজেলা মড়াল সংঘ ক্লাবে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে ডাক ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের আর্থিক সহযোগিতায় ও মড়াল সংঘ ক্লাবের সার্বিক সহযোগীতায় নীলফামারীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করা হয়।
উক্ত ক্যাম্পে ৩১৩ টি রোগী পরিক্ষা নিরিক্ষার করে প্রেপসিকশন প্রদান করা হয়, ছানি সহ অন্যান্য রোগী আইডিনটিফাই বা এডভাইজ করা হয় ৯০ জনকে, ৭৫ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। এছাড়াও স্বল্প দৃষ্টি সম্পন্ন রোগীদের মাঝে ৭০টি চশমা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মড়াল সংঘ ক্লাব সভাপতি মোঃ সোহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হক। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালে ডিজিএম মো: জাকির হোসেন, দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন। উক্ত ক্যাম্পে চিকিৎসা প্রদান করে মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: শাফিউল হাসান।
মন্তব্য করুন