নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবসে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র সবপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ দিবসের আয়োজন। ২ই জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জেলার বড় মাঠে নীলফামারী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে ওয়াকাথন প্রতিযোগিতা ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।আজ্ঞা পরিচালনা ও শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক। আড্ডায় আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন অফিসার মো: ফরহাদ হোসেন,শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন,সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: ফিরোজ সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার শাহজাহান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ,জুলাইকন্যা, ছাত্র-ছাত্রী,জনতা,প্রবীণগণ এবং গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তারা বলেন,সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা, যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত এবং অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াবে।অনুষ্ঠান শেষে প্রবীণ, জুলাইকন্যা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন