নীলফামারীতে জুবেদা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করছেন জুবেদা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইসাহাক আলী সরকার ও আবিদ হোসেন সম্রাট।
জুবেদা খাতুন ফাউন্ডেশন শীতের আগমনের শুরু থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করে। ধাপে ধাপে বাছাই করে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।জানা যায়,নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ীর গর্দান পাড়ায় ৩০টি,জুম্মা পাড়ায় ৩৬টি, হালির বাজারে ৪০টি, কানিয়াল খাতা (মুন্সিপাড়া) ১১০টি,টুপামারীতে ৩০টি,পলাশবাড়ীতে ৫০টি,বাড়াই পাড়া৪০টি, সদর উপজেলার বিভিন্ন এতিমখানায় ১০০টি ও খোকশাবাড়ীতে ৮০টি কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ প্রোগ্রামের আয়োজন করেন মো: আব্দুস সালাম। আগামী ৭ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত কম্বল বিতরণ চলমান থাকবে।
মন্তব্য করুন