মোঃ আব্দুল আজিম, দিনাজপুর
৪ জানুয়ারী ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর বিএডিসির সিমাহীন দুর্নীতির কারনে আর্থিক ক্ষতির মুখে কৃষক

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) দিনাজপুর বীজ বিপনন অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ যোগদানের পর থেকেই সরকারী এই সেবাদানকারী প্রতিষ্ঠানটিকে ব্যাক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রূপ দিয়ে ব্যবসায়িক পার্টনার হিসেবে বেছে নিয়েছেন একই দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা বেগমকে। তারা দু-জনে মিলে এই প্রতিষ্ঠানটিকে ব্যাক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। কতিপয় অসাধু ডিলার-ব্যবসায়ীদের সঙ্গে আতাঁত করে ইচ্ছামত বীজ প্রদান করে বীজ সংকট, পরিবারের একাধিক ব্যক্তিকে ডিলার নিয়োগ, ভুয়া ডিলার লাইসেন্স প্রদান ও ডিলারশীপ নবায়নে মোটা অংকের অর্থ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ওই দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা বেগম অলৌকিক শক্তির জোরে চাকুরির শুরু থেকে ১৮ বছর ধরে একই স্থানে থেকে রামরাজত্ব করছেন। জিম্মি করে রেখেছেন, দপ্তরের অন্যান্য ডিলার, সুবিধাভোগী কৃষক, নিম্ন কর্মচারি-কর্মকর্তা থেকে শুরু করে বিগ বসদেরও। আওয়ীলীগের মন্ত্রী-এমপিদের নাম ভাঙ্গিয়ে বিগত দিনে রামরাজত্ব করলেও এখন বিএনপি’র পরিচয় দিচ্ছেন তিনি। তার ইশারায় সবকিছুই ঘটছে দপ্তরে। অবৈধভাবে উপার্জন করেছেন কোটি কোটি টাকা। গড়েছেন বহুতল আলিশান বাড়ি, গাড়ি, নামে-বেনামে ব্যাংক ব্যালেন্সসহ অঢেল সম্পদ।
আলোচ্য অলৌকিক শক্তিধর নারী মোছাঃ মাহবুবা বেগম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র দিনাজপুর অঞ্চলের বীজ বিপণন কেন্দ্রে সহকারি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ রয়েছে, উপ-পরিচালক আব্দুর রশিদ ও সহকারী প্রশাসিনক কর্মকর্তা মাহবুবা বেগম এর কারসাজিতে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দাম দিয়েও দিনাজপুরে মিলছেনা আলুর বীজ। বীজের অভাবে জেলায় অনেক কৃষক আলু চাষে উৎসাহ হারিয়ে ভুট্টা ও গমসহ অন্যান্য ফসল আবাদ করছেন। কতিপয় ডিলার এবং অসাদু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্বিগুণের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আলু বীজ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন- বিএডিসি দিনাজপুর অঞ্চলের বীজ বিপণন এর সহকারি প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা বেগম এবং সংশ্লিষ্ট কয়েকজন ডিলার ও অসাদু ব্যবসায়ীদের সঙ্গে সিন্ডিকেট তৈরি করে নেমেছে অবৈধভাবে অর্থ উপার্জন মহোৎসবে।
মাহবুবা বেগম ক্ষমতাসীন দল নেতাদের প্রভাব খাটিয়ে কম্পিউটার অপারেটর থেকে প্রশাসনিক কর্মকর্তা হয়েছে বিএডিসি-দিনাজপুর অঞ্চলের বীজ বিপণন দপ্তরে। ২০০৬ সালে চাকুরির শুরু থেকে একই দপ্তরে ১৮ বছর যাবৎ চাকুরী করার সুবাদে কর্মকর্তা ও কর্মচারিরা তার কাছে জিম্মি করে রাম রাজত্ব করছেন তিনি। নিজের স্বামী, দুইভাই-ভাবিসহ পরিবারের স্বজনদের নামে ১৫ টির অধিক বিএডিসি’র বীজ ডিলারশীপ লাইসেন্স করেছেন। এছাড়াও বিএডিসি বীজ ডিলারশীপ লাইসেন্স ৪৪৫ জন এর মধ্যে তার ঘনিষ্ঠ ও পছন্দের ব্যক্তিদের এক তৃতীয়াংশ লাইসেন্স রয়েছে বলে অভিযোগ।
দিনাজপুরের হাকিমপুর উপজেলারএক দরিদ্র পরিবারের সন্তান মাহবুবা বেগমের বিয়ে হয় দিনাজপুর পৌর এলাকার উপশহরে। এখন থাকেন শহরের ঈদগাহ আবাসিক এলাকায়। অবৈধ অর্থ উপার্জনে তার এখন শতকোটি টাকার সম্পদ রয়েছে। বিলাস বহুল বহুতল বাড়ি, গাড়ি, বিপুল ব্যাংক ব্যালেন্সসহ অঢেল সম্পাদের মালিক তিনি। বিলাস বহুল আলিশান বাড়িতে একটি সু প্রতিষ্ঠান এনজিও সহ বেশ কয়েকটি ভাড়াটিয়া রয়েছে। যেখান থেকে প্রতিমাসে এখন কমপক্ষে লাখ টাকা ভাড়া পেয়ে থাকেন।
বিএডিসি’তে তার স্বামী আব্দুল কুদ্দুস, বড় ভাই মতিউর রহমান, ছোট ভাই মিজানুর রহমান, ভাবি শাহনাজ বেগম, বন্ধু মওদুদ হাসানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের নামে করে দিয়েছেন বিএডিসি’র বীজ ডিলার লাইসেন্স।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি দিনাজপুর অঞ্চলের নিয়োগ প্রাপ্ত কম্পিউটার অপারেটর মাহবুবা বেগম আওয়ীলীগ শাসনামলে একই দপ্তরে চারটি পদ ধরেছিলেন।
কম্পিউটার অপারেটর, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, গুদাম রক্ষক ও হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন তিনি। নীতিমালা উপেক্ষা করে নিয়মববহির্ভূত অসংখ্য স্বনামে-বেনামে বীজ ডিলারশীপ তৈরি তার হাতেই। অনেক ডিলারদের নেই নিজস্ব গুদাম, নেই দোকান বা যে স্থানের ডিলারশীপ লাইসেন্স আছে সেই স্থানে অস্তিত্ব নেই, আছে অন্য স্থানে দোকান।
দিনাজপুর সদর উপজেলার আশরাফুল আলম (লাইসেন্স নং- ১০৬২), চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান ওরফে নেতা মুন্না (লাইসেন্স নং-১০৬৬), সুন্দরপুর ইউনিয়নের খলিলুর রহমান (লাইসেন্স নং- ১০৬৯), ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম রিয়েল (লাইসেন্স নং- ১০৬৮), কোতয়ালী যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম রমজান (লাইসেন্স নং- ১০৬৩), সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা বেগমনের স্বামী মোঃ আব্দুল কুদ্দুস (লাইসেন্স নং- ১০৬৭) মোঃ মোয়াজ্জেম হোসেন, (লাইসেন্স নং-১০৭১), আব্দুল্লাহ আল আমিন (লাইসেন্স নং- ১০৭৩), এনাম উল্লাহ জ্যামী (লাইসেন্স নং- ১০০৮), ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, (লাইসেন্স নং-৯৭৭) নামে ডিলারশীপ লাইসেন্স থাকলেও এদের নেই কোন গুদাম বা দোকান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে জেলায় ৪৫ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। উৎপাদন হয়েছিল ১১ লাখ ৫৯ হাজার ১৭৫ টন। জেলায় মোট আলু উৎপাদনের ১৫ শতাংশ আগাম জাতের। বিএডিসির তথ্য অনুযায়ী, স্থানীয় ব্রিডার (প্রাক-ভিত্তি) দ্বারা উৎপাদিত, আমদানীকৃত বীজ দ্বারা উৎপাদিত, প্রত্যায়িত এবং মানঘোষিত শ্রেণী এ চারটি ক্যাটেগরিতে আলু বীজ ডিলার এবং কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে বিক্রি করা হয়।
উত্তরাঞ্চলের জন্য এ বছরে সরকার সানসাইন, কারেজ ও লেডিরোসেটা জাতের বীজ গ্রেড অনুযায়ী সর্বোচ্চ ৬৪ এবং সর্বনিম্ন ৫৪ টাকা দরে বিক্রি করবে। সান্তানা, কুইনএনি, সেভেন ফর সেভেন ও মিউজিকা বীজ সর্বোচ্চ ৬১ এবং সর্বনিম্ন ৫০ টাকা কেজি। গ্রানোলা সর্বোচ্চ ৫৬ এবং সর্বনিম্ন ৪৪ টাকা। কৃষকরা জানিয়েছেন, এসব বীজ তাদের ৬৫ থেকে ৮২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।
সদর উপজের কৃষাণ বাজার বীজ ডিলার ও পুলহাট দামুদার এলাকায় বীজ দোকানদার মোস্তাক রুবেল বলেন, চাহিদা অনুযায়ী বীজ আলুর সরবরাহ কম। এ কারণে চাহিদামতো বীজ আলু এবার সরবরাহ করা সম্ভব হয়নি। আমরা যতোটুকু পাই, ততোটুকু কৃষকদের দেই। নির্ধারিত টাকায় বীজ দিয়েছি। বেশি নেই নাই। কৃষকদের চাহিদা মাফিক দিতে পাই বলে তারা বেশি দাম নেইয়ার অভিযোগ তুলছে।
বিএডিসি’র বীজ ডিলার এসোসিয়েশন এর সভাপতি লিয়াকত আলী বেগ লিটন বলেন, কর্মকর্তাদের গাফিলতি ও স্বজনপ্রীতির কারণে বীজ সরবরাহে কিছুটা অনিয়ম হচ্ছে। কোন কোন ডিলারকে কর্মকর্তারা ইচ্ছা মাফিক বীজ দিয়ে দিচ্ছেন। কেউ আবার পাচ্ছেন না। এবিষয়ে আমরা উবর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা চাই সমবন্টন। এতে ডিলারের পাশাপাশি কৃষক উপকার পাবে। কেউ অবৈধ সুযোগ নিতে পারবে না।
বিএডিসি’র উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রশীদকে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে তার নিজস্ব মুঠোফোনের ০১৭১২৫৩৬২৪৩ নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেই বলেন আমি মিটিং এ আছি পড়ে কথা বলবো।
অভিযোগের বিষয় জানতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা ১৩ মিনিটে বিএডিসি’র সহকারি প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা বেগম এর ০১৭৬১-১৪৭০২২ নাম্বারে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার প্রবেশপত্র হারানো বিজ্ঞপ্তি

দিনাজপুরে প্রযুক্তির শিক্ষার নতুন দিগন্তে এক্সিস আইটি এর শুভ উদ্বোধন

জলঢাকায় বাতাসে দুলছে ধানের শীষ- কৃষকের মুখে হাসির ঝিলিক

দিনাজপুর গুলশান মার্কেটে চাঁদা না দেয়ায় শাওমি শো-রুম ভাংচুর ও লুটপাট

দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০

সমাজ সেবক ডাক্তার মোস্তাফিজার রহমান বসুনিয়ার ইন্তেকাল

নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক- গোলাম রব্বানী

উপকূলীয় ৫০০ পরিবারে পাশে দাঁড়ালো দোস্ত এইড

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কর্মশালা

পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

১০

নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

১১

কাউনিয়ায় জনপ্রিয় অতন্দ্র জরিপ’ পদ্ধতি

১২

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পদকে ভূষিত হলেন আব্দুল মোমিন

১৩

‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

১৪

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

১৫

নীলফামারীতে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

১৬

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময়

১৭

হারানো বিজ্ঞপ্তি

১৮

ইসলামপুরে ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

১৯

দোস্ত এইড এর উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে খানসামায় বিনামূল্যে টিউবওয়েল বিতরন

২০